বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
আখের মূল্য বৃদ্ধির দাবিতে : মধুখালীতে সাংবাদিক সন্মেলন ও স্মারকলিপি পেশ

আখের মূল্য বৃদ্ধির দাবিতে : মধুখালীতে সাংবাদিক সন্মেলন ও স্মারকলিপি পেশ

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি১৩ মার্চ সোমবারঃ ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার আয়োজনে আখের মূল্য বৃদ্ধি ও কুপনের শতভাগ চিনি পাওয়ার দাবিতে সাংবাদিক সন্মেলন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার বেলা ১১ টায় ফরিদপুর চিনিকলের প্রধান ফটকের সামনে আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি মো. শফিকুল ইসলাম লিখিত দাবি পেশ করেন। এ সময় বক্তব্য রাখেন আখচাষী কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক রেজাউল করিম,সহ সাধারন সম্পাদক ওহিদুজ্জামান বাবলু, আখচাষী আব্দুল হাই বাশি,আকরাম হোসেন মিয়া,মজিবর রহমান,লিয়াকত আলী শেখ,ওসমান গনি প্রমুখ। আখের দাম মণপ্রতি ৩শত ৫০ টাকা আখের মূল্য ওজন রশিদের মাধ্যমে পরিশোধ ও প্রতি পূর্জিতে ১২ কেজি চিনি পাওয়ার দােিবত এ সাংবাদিক সন্মেলন ও চিনি ও খাদ্য শিল্প করপোপরেশনের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি পেশ করা হয়। ব্যবস্থাপনা পরিচালকরে পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন চিনিকলের মহাব্যবস্থাপক(প্রশাসন) মুহাম্মদ মিজানুর রহমান। বর্তমানে প্রতিমণ আখ ১শত ৮০ টাকা রয়েছে।

৬৪ বার ভিউ হয়েছে
0Shares