মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
কলমাকান্দায় মহান স্বাধীনতা দিবস পালিত

কলমাকান্দায় মহান স্বাধীনতা দিবস পালিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নানা কর্মসূচীর মধ্য দিয়ে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।

আজ মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ৩১বার তোপধ্বনির মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবসের শুভ সূচনা করেন উপজেলা প্রশাসন।

পরে কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানীয় সংসদ সদস্য জননেতা ভিপি আলহাজ্ব মোশতাক আহমেদ রুহী এর পক্ষে পুষ্পস্তবক অর্পন করা হয় ।

পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত  বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) মো. শহীদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন এবং  অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুল হক  পুষ্পস্তবক অর্পন করেন ।

এছাড়াও আওয়ামী লীগ ও বিএনপি’র সহযোগী সংগঠন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বিভিন্ন সামাজিক সংগঠন, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক সংগঠন, কলমাকান্দা প্রেসক্লাব, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীবৃন্দ পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান। পরে সকাল ৯টায় কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, ওসি মোহাম্মদ লুৎফুল হক বেলুন ও পায়রা উড়িয়ে কুচকাওয়াজের শুভ উদ্বোধন করেন। পরে সকাল ৯টায় কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

পরে ওইদিন দুপুরে কলমাকান্দার জেলা পরিষদের মাল্টিপারপাস কাম অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ ২৪০ জন পরিবার সদস্যদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে ।

উক্ত অনুষ্ঠানে ইউএনও আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য জননেতা ভিপি আলহাজ্ব মোশতাক আহমেদ রুহী।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS