বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগে : শূন্য পদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক নিয়োগের দাবিতে  নেত্রকোনা চাকুরী প্রত্যাশীদের মানববন্ধন

প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগে : শূন্য পদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক নিয়োগের দাবিতে নেত্রকোনা চাকুরী প্রত্যাশীদের মানববন্ধন

এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা : নেত্রকোনায় শূন্য পদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক নিয়োগের দাবীতে মানববন্ধন করেছে প্রাথমিক সহকারী শিক্ষক পদে চাকুরী প্রত্যাশীরা।

আজ মঙ্গলবার সকাল ১১ থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের পৌরসভার সামনের সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করে চাকুরী প্রত্যাশীরা। মানববন্ধনে কর্মসূচীতে শতাধিক চাকুরী প্রত্যাশীরা অংশ নেন।

মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন এ এস এম আল আমিন, মোঃ রায়হান, মনিরুজ্জামান রুবেল, আব্দুল আলিম, তাসলিমা খাতুন, ফাতেমা আক্তার, আরাফাত রহমান, বায়েজিদ বেগ, লিটন মিয়া, সাইফুল ইসলাম, আতাউর রহমান ও হাসান মিয়া প্রমুখ।

মানববন্ধন চলাকালে বক্তারা প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ ২০২০ এ সকল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শূন্য পদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক নিয়োগের দাবী জানান।

১৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS