শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নেত্রকোনায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু 

নেত্রকোনায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু 

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বজ্রপাতে ইন্নজ আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার  (২২ মার্চ) সকালে উপজেলার বড়খাপন ইউনিয়নের মহিষাশুরা হাওরে ফসলি মাঠে এ দুর্ঘটনা ঘটে । বড়খাপন ইউনিয়নের গয়পুর গ্রামে মৃত তাজউদ্দীনের ছেলে ইন্নজ আলী। সে পেশায় একজন কৃষক।

স্থানীয় সুত্রে জানা গেছে, আজ বুধবার  সকালে বৃষ্টি শুরু হওয়ার আগেই   প্রতিদিনের মতোই ইন্নজ আলী বাড়ীর পিছনে মহিষাশুরা হাওরে ফসলি মাঠে তার নিজের ধানক্ষেত  দেখতে যান। হঠাৎ দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাতের কবলে পড়েন তিনি। পাশে থাকা কৃষকগন দেখতে পেয়ে ঘটনাস্থল উদ্ধার করে কলমাকান্দা উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে  বলেন, বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

৫০ বার ভিউ হয়েছে
0Shares