শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জাতীয় প্রতিবন্ধী গোষ্ঠী’ নামে প্রতিবন্ধীদের জন্য স্বতন্ত্র রাজনৈতিক দল ঘোষনা

জাতীয় প্রতিবন্ধী গোষ্ঠী’ নামে প্রতিবন্ধীদের জন্য স্বতন্ত্র রাজনৈতিক দল ঘোষনা

নাটোর প্রতিনিধি : নিজেদের অধিকার প্রতিষ্ঠায় ‘জাতীয় প্রতিবন্ধী গোষ্ঠী’ নামে স্বতন্ত্র রাজনৈতিক দল গঠনের ঘোষনা দিয়েছেন প্রতিবন্ধী নেতা মহররম আলী। ৯৯ সাল থেকে প্রতিবন্ধীদের অধিকার আদায়ে কাজ করা মহররম আলী জানান, দেশের মোট জনগোষ্ঠীর প্রায় ১২শতাংশ প্রতিবন্ধী হলেও নিবন্ধিত প্রতিবন্ধীর সংখ্যা মাত্র ১৭ লাখ। কোটা বা অন্য কোন রাজনৈতিক দলের সহযোগী না হয়ে নিজেদের বাস্তবভিত্তিক অধিকার আদায়ে নিজস্ব রাজনৈতিক দল গঠন সময়ের প্রয়োজন বলে মনে করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা আহবায়ক মহররম আলী।

দুপুরে নাটোর শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে ১১ দফা রুপরেখা সহ দলের নাম ঘোষনা করেন তিনি।প্রাথমিক ভাবে অনলাইনের মাধ্যমে দলের কার্যক্রম চালানো হবে বলেও জানান তিনি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন রাসেল আহমেদ নামে অপর এক প্রতিবন্ধী।

১১৬ বার ভিউ হয়েছে
0Shares