বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বড়াইগ্রামে মায়ের সাথে অভিমানে স্কুল ছাত্রের আত্মহত্যা !

বড়াইগ্রামে মায়ের সাথে অভিমানে স্কুল ছাত্রের আত্মহত্যা !

ইসাহাক আলী, নাটোর, ১৮ আগস্ট -নাটোরের বড়াইগ্রামে মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে অভিমানে হোসেন আলী নামে এক স্কুল ছাত্র ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হোসেন আলী ওই গ্রামের আবুল কালামের ছেলে ও গোপালপুর উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেনির ছাত্র।

পুলিশ ও এলাকাবাসী জানান, সকালে হোসেন তার মায়ের কাছে টাকা চায়। কিন্তু তার মা তার কাছে টাকা না থাকায় জমি থেকে ঢেরশ তুলে তা বিক্রি করে টাকা নিতে বলেন। এতে সে অভিমান করে সবার অলক্ষে ঘরে ঢুকে গলায় ওড়না পেঁচিয়ে তীরের সাথে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের লোকজন জানতে পেরে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বড়াইগ্রাম থানার (ওসি) তদন্ত সরল মুরমু আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন।

২৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS