শনিবার- ১৫ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
লালপুরে যথাযোগ্য মর্যাদায় মহান ভাষা দিবস পালিত

লালপুরে যথাযোগ্য মর্যাদায় মহান ভাষা দিবস পালিত

স্টাফ রিপোর্টার: নাটোরের লালপুরে যথাযোগ্য মর্যাদায় মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা সহ আওয়ামীলীগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার, নর্থবেঙ্গল সুগারমিল, শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়, বালিকা স্কুল অ্যান্ড কলেজ সহ বিভিন্ন শহীদ মিনারের বেদিতে ভাষা শহীদদের পুষ্পস্তবক অর্পণ, র্র্যালী ও সকল ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরাবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইসাহক আলী, নির্বাহী অফিসার শামীমা সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনোয়ার হোসেন মনি, লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনোয়ারুজ্জামান, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, দৈনিক যুগান্তর এর লালপুর উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন লালপুর শাখার সভাপতি প্রভাষক মোঃ সাহীন ইসলাম, সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার নাটোর জেলা শাখার সভাপতি সালাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ জামিরুল ইসলাম মাষ্টার, লালপুর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি আবদুল মোতালেব রায়হান, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ মোয়াজ্জেম হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার লালপুর উপজেলা শাখার সভাপতি আব্দুর রশিদ মাষ্টার, সাধারণ সম্পাদক ফারহানুর রহমান রবিন, শিমুল আলী, মিলন, আব্দুল জব্বার সুজন, শরীফুল ইসলাম সহ বিভিন্ন অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ।
৩২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS