বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সিংড়ার সুকাশে ট্রাক ও অটোভ্যানের সংঘর্ষে ৩ জন নিহত

সিংড়ার সুকাশে ট্রাক ও অটোভ্যানের সংঘর্ষে ৩ জন নিহত

নাটোর প্রতিনিধি :  নাটোরের সিংড়ার সুকাশ ইউনিয়নের দূর্গাপুর বাজারে ট্রাক ও অটো ভ্যান চালকসহ সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে।ট্রাক চাপায় ঘটনা স্থলেই তারা মারা যায়। আহত আরো একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, আজ সোমবার বেলা সোয়া১১ টার দিকে বগুড়া জেলার রানীহাট হতে সিংড়া থানার বামিহাল বাজারের দিকে  জরুরী খাদ্য সরবরাহের কাজে নিয়োজিত বিশ্বাস পোল্টি এন্ড ফিস ফিডস লিঃ কেবিসি এগ্রো প্রোডাক্ট প্রাইভেট লিঃ এর একটি ট্রাক যাওয়ার সময় জয়কুড়ি হতে দূর্গাপুর বাজারে আসা অটোভ্যানকে চাপা দিলে চালক সহ আরও দুইজনের ঘটনাস্থলে মৃত্যু হয়।

নিহতরা হলেন, উপজেলার বনকুড়ইল ভবানীপাড়া। গ্রামের আব্দুল মমিনের ছেলে মোঃ ইমরান (২৪) ও মোঃ রাব্বি (১৫) এবং একই গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী মোছাঃ হোসনে আরা বেগম ।  ঘাতক ট্রাক টি অটোভ্যানকে চাপা দিয়ে দ্রুত গতিতে পালানোর চেষ্টাকালে বামিহাল বাজারে ওই ট্রাকটিকে আটক চালক হেলপারসহ করেছে  স্থানীয় জনগণ। এছাড়া একই কোম্পানির আরও তিনটি ট্রাক দূর্গাপুর বাজারে আটকিয়ে রেখেছে স্থানীয়রা। ঘটনাস্থলে  পরিদর্শন করেছে পুলিশ।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS