বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
লালপুরে সরকারের সুবিধা ও ভাতা ভোগীদের সাথে মত বিনিময়

লালপুরে সরকারের সুবিধা ও ভাতা ভোগীদের সাথে মত বিনিময়

ইসাহাক আলী, নাটোর, ২৬ জুলাই- নাটোরের লালপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উন্নয়ন কর্মকান্ড নিয়ে ইউনিয়ন পর্যায়ের সুবিধা ও ভাতা ভোগীদের নিয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকালে উপজেলার অর্জুনপুর বরমহাটী ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানাসহ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মোতালেব সরকার , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা সুলতানা সহ অন্যরা।
এ সময় বক্তারা বলেন, সরকারের বয়স্ক, মাতৃত্বকালীন, প্রতিবন্ধীসহ নানা ভাতা ও সুবিধা পেয়ে দরিদ্র মানুষদেরও জীবন মানের উন্নয়ন হয়েছে। এখন আর কাউকে না খেয়ে থাকতে হয়না। সবাই স্বাবলম্বী হওয়ায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
এ সময় এমপি বকুল সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে করা লিফলেটও বিতরণ করেন।

৩৬০ বার ভিউ হয়েছে
0Shares