বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে সেরা লালপুরের মেয়ে হৃষিতা

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে সেরা লালপুরের মেয়ে হৃষিতা

লালপুর(নাটোর)প্রতিনিধি: নাটোরে লালপুর উপজেলার গোপালপুর ডিগ্রী কলেজের শিক্ষার্থী হৃষিতা পাল রাজশাহী বিভাগে উচ্চাঙ্গসংগীতে সেরা শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২জুন) বিষয়টি নিশ্চিত করেছেন গোপালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন। হৃষিতা পাল বাংলা ১ম বর্ষের শিক্ষার্থী ও একই কলেজের শিক্ষক স্বাধীন পালের মেয়ে।
গোপালপুর ডিগ্রী কলেজ অধ্যক্ষ আকরাম হোসেন বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ঘ- বিভাগ থেকে অত্র কলেজের শিক্ষার্থী হৃষিতা উচ্চাঙ্গসংগীতে বিভাগীয় পর্যায়ে সেরা হয়ে আগামী ৬জুন জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করবে।
এবিষয়ে হৃষিতা পাল বলেন, আমার একটিই লক্ষ্য সর্বস্তরে ভালো কিছু করা। আমার বাবার স্বপ্নপূরণে আমি আমার মতো যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। আমি সামনে আরো ভালো কিছু করতে লালপুর বাসীর কাছে আশির্বাদ কামনা করি।
৪৯ বার ভিউ হয়েছে
0Shares