শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চর্চাও করতে হবে  ..বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি

ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চর্চাও করতে হবে  ..বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি

এ কে  এম  আব্দুল্লাহ,  নেত্রকোনাঃ নেত্রকোনা ২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য, সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু বলেছেন,  কোমলমতি শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও অপরিহার্য,  লেখাপড়া শিখে যেমন মানুষ আলোকিত হয়, তেমনি খেলাধুলার মাধ্যমেও নিজের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো সম্ভব।
তিনি আজ শুক্রবার মোক্তার পাড়ার মাঠে দি হলি চাইল্ড কিন্ডার গার্ডেন নেত্রকোনার  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দি হলি চাইল্ড কিন্ডার গার্টেন এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমা রায়ের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট অসিত কুমার সরকার সজল, পৌর মেয়র আলহাজ্ব  নজরুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মানিক সহ ছাত্র শিক্ষক ও অভিভাবক বৃন্দ।
বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
১৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS