বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে দুই ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান তিন লাখ টাকা জরিমানা আদায়

সেনবাগে দুই ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান তিন লাখ টাকা জরিমানা আদায়

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগের বীরজবাগ ও কাবিলাপুর ইউনিয়নে লাইন্সেস বিহীন অবৈধ ভাবে ইটভাটা পরিচালনা করার অপরাধে দুই ইটভাটা মালিককের তিন লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম পরিবেশ অধিদপ্তরের সহযোগীতায় উপজেলার বীজবাগ ইউপির বালিয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে মেসার্স ভাই ভাই ব্রিকসকে দুই লক্ষ টাকা ও কাবিলপুর ইউপির শাহাপুর গ্রামের পূর্বালী ব্রিকসকে এক লক্ষ টাকাসহ মোট তিন লক্ষ টাকা জরিমানা করেছে। অভিযানের সময় ইটভাটা মালিকদেরকে পাওয়া না গেলেও ভাটার ম্যানেজাররা দোষ স্বীকার করে সাথে সাথে জরিমানার টাকা পরিশোধ করে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন- লাইন্সেস বিহিীন ভারে অবৈধভাবে স্কুল, কলেজ এবং জনবসতি এলাকায় ইটভাটা গড়ে তোলার ওই জরিমানা করা হয়। এলাকায় পরিবেশ রক্ষায় এ ধরণের অভিযান চলমান থাকবে বলেও নিশ্চিত করেন তিনি।

২০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS