শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সুবর্নচরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুবর্নচরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তনগরী ,নোয়াখালী প্রতিনিধি ; নোয়াখালীর সুবর্নচর উপজেলার চরজুবলী ইউপির জালাল সারেং সমাজ এলাকায় পুকুরের পানিতে ডুবে মোঃ জিহাদ(৪)নামের নামের এক শিশু নিহত হয়েছে। নিহত জিহাদ মোশারাফ হোসেনের বাড়ির মোঃ হোসেনের ছেলে।

সোমবার দুপুরের খারার তৈয়ার করা করার জন্য পরিবারের সদস্যরা পুকুরে হাড়ি –পাতিল দোয়ার জন্য যায়। এ সময় শিশু জিহাদও তাদের পিছনে পিছনে যায়। যা পরিবারের সদস্যরা কেয়াল করেনী। একপর্যায়ে জিহাদ পুকুরের পানিতে ডুবে যায়।দীর্ঘ ক্ষনেও তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে দ্রæত উদ্ধার করে চরজব্বর স্বাস্থ্য কমপ্লেক্সেএ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

এব্যপারে চরজব্বর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, এবিসয়ে থানায় কেউ অবহিত করেনী।

৪৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS