মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগ পুকুরে পানিতে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যু

সেনবাগ পুকুরে পানিতে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যু

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে পুকুরের পানিতে ডুবে আবদুর রহিম (৪)নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত আবদুর রহিম উপজেলার কেশারপাড় ইউপির খাজুরিয়া সর্দারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের ছাত্র এবং খাজুরিয়া সর্দারপাড়া (পশ্চিম পাড়া কালাম ব্যাপারীর বাড়ির) মোঃ ইয়াছিনের ছেলে। বুধবার সকাল ১০টারদিকে ওই মৃত্যুর ঘটনাটি ঘটেছে।

স্থানীয় খাজুরিয়া সর্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাখাওয়াত উল্লাহ মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চত করে পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, শিশুটির স্কুলে না গিয়ে সে পাশ্ববর্তী ফুফুর বাড়িতে যায়।ওআি কিছুুুুক্ষন থাকার পর ফের সে বাড়ি ফেরার পথে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। এরপর তার মা শারমিন আক্তার পুকুর ঘাটে ধোয়ামোছা করতে এসে দেখেন শিশু আবদরু রহিম পানিতে ভাসছে। এসময় সে চিৎকার দিলে আশপাশ্বের লোকজন এগিয়ে এসে তাকে দ্রæত উদ্ধার করে স্থানীয় ছাতারপাইয়ার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনার পুরো এলাকায় শোকের ছায়া নামে এসেছে।

বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS