মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটি সিএলসিসি এর ৪র্থ সভা অনুষ্ঠিত

সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটি সিএলসিসি এর ৪র্থ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন নাগরিক সম্পৃক্তকরণ স্টেনদেনিং ক্যাপাসিটি ফর সিটি কর্পোরেশন (সিফোরসিটু) প্রকল্প জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর সহযোগিতায় পরিচালিত প্রকল্পের আওতায় সিটি কর্পোরেশন (সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটি) সিএলসিসি এর ৪র্থ সভা গতকাল (১২ফেব্রুয়ারী) সোমবার দুপুরে রসিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় শ্যামাসুন্দরী ক্যানেল প্রকল্পের সর্বশেষ আপডেট,বর্ধিত এলাকায় পয়ঃনিস্কাশন ব্যবস্থাপনার উন্নয়ন অগ্রগতি, স্বাস্থ্যসেবা তথা ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন বিষয়ক ক্রাস প্রোগ্রামের অগ্রগতি, বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধি, যানযট নিরসনে সুনির্দিষ্ট এলাকায় পর্যায়ক্রমে কার্যক্রমে অভিযান পরিচালনা, হকার মুক্ত ফুটপাত এবং সুনির্দিষ্ট এলাকায় হকারদের পূনর্বাসন, পুকুর জলাশয় সংস্কার ও রক্ষণাবেক্ষণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমন্বিত উদ্যোগ, নাগরিক জরিপের ফলাফল ও প্রত্যাশা, পূর্ববর্তী সভার কার্যবিবরণী সম্পর্কে আলোচনাও অনুমোদনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
রংপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছাঃ উম্মে ফাতিমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা জয়শ্রী রানী, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহামুদ হাসান মৃর্ধা, নির্বাহী প্রকৌশলী মোঃ আজম আলী, নির্বাহী প্রকৌশলী আনিচুজ্জামান, নির্বাহী প্রকৌশলী আবু তালেব সরকার, রংপুর বেতারের সাবেক আঞ্চলিক পরিচালক মোছাঃ মনোয়ারা বেগম, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট মোঃ আকবর আলী, বিশিষ্ঠ শিক্ষাবিদ মোঃ শাহ আলম, বিশিষ্ট চিকিৎসক মোঃ মফিজুল ইসলাম মান্টু. বিশিষ্ঠ শিক্ষাবিদ ফখরুল আনাম বেঞ্জু, প্রেস ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, রিপোর্টার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান লুলু, সাংবাদিক জয়নাল আবেদীনসহ রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সিএলসিসি এর অন্যান্য সদস্যবৃন্দ।
১৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS