বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রংপুর সিটি কর্পোরেশন এলাকায় লক্ষ্যমাত্রার ৯৯ভাগ শিশু পেল ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল 

রংপুর সিটি কর্পোরেশন এলাকায় লক্ষ্যমাত্রার ৯৯ভাগ শিশু পেল ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল 

স্টাফ রিপোর্টার ॥ রংপুর সিটি কর্পোরেশন এলাকায় ১ লাখ ২৯ হাজার ৫০০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো লক্ষ্যেমাত্রার হাতে নিয়ে ৯৯ভাগ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় রংপুর সিটি কর্পোরেশনে স্বাস্থ্য বিভাগে স্থায়ী টিকাদান কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) যুগ্ম সচিব মোঃ তৌহিদ-ই-লাহী চৌধুরী কয়েকটি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্যেদিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন।
এসময় রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ মোঃ মাহাবুবার রহমান মঞ্জু, প্যানেল মেয়র-২ মোঃ তৌহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ কামরুজ্জামান এবনে তাজ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদ হাসান মৃধা ও স্যানিটারী ইন্সপেক্টও মোঃ আব্দুল কাইউম উপস্থিত ছিলেন।
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২০ হাজার জনকে শিশুকে নীল রং এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ্য ৮ হাজার ৩০০ জন শিশুকে লাল রং এর ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ান হয়। কার্যক্রম বাস্তবায়নে ৩৩টি ওয়ার্ডে ২৯৭টি কেন্দ্রের মাধ্যমে ৩৩জন প্রথম সারির, ৭ জন দ্বিতীয় সারির, ৪ জন তৃতীয় সারির সুপারভাইজার ও ৫৯৪ জন স্বাস্থ্য কর্মীও স্বেচ্ছাসেবী ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়োজিত ছিলেন।
১৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS