শুক্রবার- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
নওগাঁ-২ আসনে নৌকার প্রার্থী শহীদুজ্জামান সরকার বিজয়ী-পেলেন ১ লাখ ১৮ হাজার ৯৪২ ভোট

নওগাঁ-২ আসনে নৌকার প্রার্থী শহীদুজ্জামান সরকার বিজয়ী-পেলেন ১ লাখ ১৮ হাজার ৯৪২ ভোট

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁ-২ আসনে ৫ম বারের মত এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত এমপি প্রার্থী শহীদুজ্জামান সরকার। বিজয়ের এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় নৌকার সমর্থকরা মিষ্টি বিতরণ ও উল্লাস প্রকাশ করেছেন। দুই উপজেলায় ৫৭ দশমিক ৪৮ শতাংশ ভোট পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
নওগাঁ জেলা প্রশাসক ও রিটার্ণিং অফিসার মো. গোলাম মওলা স্বাক্ষরিত ফলাফলে জানা যায়, ধামইরহাট ও পত্নীতলা উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ১৩২ জন ভোটারের মধ্যে ১ লাখ ৯৩ হাজার ৩৫৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে দুই উপজেলায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শহীদুজ্জামান সরকার ১ লাখ ১৮ হাজার ৯৪১ ভোট পেয়ে বেসরকারী ভাবে এম.পি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী এইচ এম আখতারুল আলম ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪ হাজার ৩৮১ ভোট। ৪৪ হাজার ৫৬০ ভোটের ব্যবধানে টানা চতুর্থবার তথা ৫ম বারের মত জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন বর্ষিয়ান এই আওয়ামীলীগ নেতা।
এছাড়াও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এড. তোফাজ্জল হোসেন পেয়েছেন ৪ হাজার ৮৪ ভোট ও স্বতন্ত্র কেন্দ্রীয় প্রজন্ম লীগ নেতা মেহেদী মাহমুদ রেজা ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৪২৬ ভোট।

৬৭ বার ভিউ হয়েছে
0Shares