শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সোনাভূমি সোনমার্গ ১ম পর্ব ভূস্বর্গ কাশ্মীর ভ্রমনের চিত্র।।

সোনাভূমি সোনমার্গ ১ম পর্ব ভূস্বর্গ কাশ্মীর ভ্রমনের চিত্র।।

কাশ্মীর থেকে মোসাব্বর হাসান মুসাঃ

সোনাভূমি সোনমার্গ ১ম পর্ব, ভূস্বর্গ কাশ্মীর

সোনমার্গ অর্থ স্বর্ণময় তৃণভূমি। এটি শ্রীনগর শহরের প্রায় ৮৭ কিমি উত্তর-পূর্ব দিকে অবস্থিত। এর আশেপাশে কাশ্মীর উপত্যকায় হিমালয়ের কিছু হিমবাহ রয়েছে। যথা কলহোই হিমবাহ এবং মাচোই হিমবাহ। এখানে ৫,০০০ মিটার উচ্চতার উপরে কিছু শিখর আছে, যেমন, সিরবল শিখর, কলহোই শিখর, অমরনাথ শিখর এবং মাচোই শিখর। এটি মনোরম হিমালয়ের শিখরের অভ্যন্তরে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি সমুদ্রতল থেকে ২৮০০ মিটার উচ্চতায় অবস্থিত। সোনমার্গ যেতে গেলে সিন্ধু নালা পেরিয়ে যেতে হয়। এটি কাশ্মীর উপত্যকায় ঝিলম নদীর প্রধান শাখা। এটি ষাট মাইল দীর্ঘ একটি ঊর্ধ্বমুখী উপত্যকা এবং গভীর পাহাড়ী গিরিখাত, যা তৃণভূমিতে গিয়ে মিশেছে। পাহাড়ের ঢালে দেখা যায় গ্রামগুলি। ভূস্বর্গের অন্যতম সেরা আকর্ষণ সোনমার্গ। দেখুন ভিডিও। এটি ২০তম পর্ব। ভাল লাগলে লাইক,শেয়ার ও কমেন্ট করে সাথে থাকুন। কোন তথ্য জানতে কমেন্ট করুন। নোট : এ ভিডিও ধারণ করা হয়েছে সেপ্টেম্বর মাসের শেষের দিকে।

১০৯ বার ভিউ হয়েছে
0Shares