বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বগুড়ায় এসএসসি পরীক্ষায় ৬ শিক্ষককে অব্যহতি ও ৬ পরীক্ষার্থী বহিষ্কার।।

বগুড়ায় এসএসসি পরীক্ষায় ৬ শিক্ষককে অব্যহতি ও ৬ পরীক্ষার্থী বহিষ্কার।।

মোসাব্বর হাসান মুসা বগুড়া অফিসঃ

বগুড়ায় এসএসসি পরীক্ষায় ৬ শিক্ষককে অব্যহতি ও ৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

IMG_20240215_211615

বৃহস্পতিবার এসএসসি পরীক্ষায় জেলায় মোট পরীক্ষার্থী ছিল (নিয়মিত-অনিয়মিত) ৪৫ হাজার ৪৬৮ জন। উপস্থিত ছিল ৪১ হাজার ৪৪৮ জন। অনুপস্থিত ছিল ৪২০ জন।

বিষয়টি নিশ্চিত করেছে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা ইয়াসমিন।

তিনি আরো জানান, জেলার শেরপুর উপজেলার একটি কেন্দ্রে ৩ জন পরীক্ষার্থী, বগুড়া সদরের একটি কেন্দ্র থেকে ৩ জন পরীক্ষার্থীসহ মোট ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তারা নোট বই খুলে উত্তর পত্রে লিখছিল। এ কাজে সহযোগীতার জন্য ৬ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে।

এ দিকে বৃহস্পতিবার বগুড়া জেলা প্রশাসক মো: সাইফূল ইসলাম জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় তিনি শিক্ষার্থীদের পরীক্ষায় অসাদুপায় অবলম্বন না করার আহ্বান জানান।

৭৩ বার ভিউ হয়েছে
0Shares