শুক্রবার- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
ডোমারে অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহ কাজের উদ্বোধন।

ডোমারে অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহ কাজের উদ্বোধন।

রবিউল  হক  রতন, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহ ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
খাদ্য বিভাগ আয়োজিত বৃহস্পতিবার (২৬মে) সাহাপাড়াস্থত খাদ্য গুদামে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, সোনারায় ইউপি চেয়ারম্যান ফিরোজ করিব চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান, উপজেলা খাদ্য কর্মকর্তা ঋষিকেশ দেব শমা   উপজেলা খাদ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত )কর্মকর্তা আব্দুল আউয়াল, চিলাহাটির খাদ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত ) কর্মকর্তা শরিফুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম প্রকৃত মিলারের কাজ থেকে শুকনা জাতের ধান ও চাল ক্রয়ের পরামর্শ প্রদান করেন।
৪৮ বার ভিউ হয়েছে
0Shares