সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জলঢাকায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

জলঢাকায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

আনোয়ার হোসেন, জলঢাকা প্রতিনিধিঃ “কৃষিই কৃষ্টি  কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৫ জুন) সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন আহমেদের সভাপতিত্বে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক ( উদ্দ্যান) আনোয়ার হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ আহসান হাবীব প্রমুখ। প্রশিক্ষণে আসন্ন আমন মৌসুমে চাষাবাদের জন্য দ্রুত ফলনশীল পুষ্টি সমৃদ্ধ নতুন ধানের জাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এতে বলা হয় স্বল্প খরচে এই ধান ৮০- ৮৫ দিনের মধ্যে ঘরে তোলা যায়। এরপর একই জমিতে শরিষা চাষ করে কৃষকরা দেশে তেলের চাহিদা পুরন করে পাশাপাশি অর্থনৈতিকভাবে লাভবান হবে বলে প্রশিক্ষণে জানানো হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৬০ জন কৃষক অংশগ্রহণ করে।

২৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS