মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কোম্পানীগঞ্জে একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যু সর্বত্র শোকের ছায়া

কোম্পানীগঞ্জে একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যু সর্বত্র শোকের ছায়া

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের স্ত্রীর মৃত্যুর সংবাদে স্বামীর মৃত্যু ঘটনা ঘটেছে। একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যুর সংবাদে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়। এর আগে, গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলার চড়কাঁকড়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকার খলিল মোল্লা বাড়ির আবু সায়েদের স্ত্রী মোহসেনা খাতুন (৬০) মারা যান। স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে একই দিন রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি মারা যান আবু সায়েদ (৭০)।

চরকাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মৃত স্বামী স্ত্রী দুজনই অসুস্থ ছিলেন। স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে একই দিন মাত্র ৪ঘন্টার ব্যবধানে স্বামীও মারা যান।

১০৭ বার ভিউ হয়েছে
0Shares