সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার, নাচোল-“ক্রীড়ায় অংশ গ্রহণ করে সুস্থ্য থাকি ও মাদককে না বলি”-এ প্রতিপাদ্যকে উপজীব্য করে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। এসময় উপস্থিত ছিলেন, শীতকালীন ক্রীড়া সমিতির সম্পাদক ও সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান, বাশিস নাচোল শাখার সভাপতি তাজামুল হক, সাবেক সভাপতি জহিরুদ্দীন, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাদিকুল ইসলামসহ বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। পরে অতিথিগণ উপজেলা পরিষদ ফুটবল মাঠে ছাত্র-ছাত্রীদের ভলিবল খেলার উদ্বোধন করেন। ক্রীড়া সমিতির সম্পাদক ও সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান জানান, ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতিরশীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বালকদের জন্য ১০০, ২০০, ৪০০, ৮০০ ও ১৫০০ মিটার দৌড়, বর্ষা নিক্ষেপসহ মোট ১৪টি ইভেন্ট রয়েছে। অপরদিকে বালিকা(বড় গ্রæপ)দের জন্য ১০০ ও ২০০ মিটার দৌড়সহ ৯টি ইভেন্ট, ছাত্র-ছাত্রীদের জন্য ভলিবল ও একক এবং দ্বৈত ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়েছে। ১৮ জানুয়ারী সকল ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।

 

৬১ বার ভিউ হয়েছে
0Shares