শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাচোলে দুদকের বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নাচোলে দুদকের বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিষয় ভিত্তিক বিতর্ক প্রতিযোগিত ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় নাচোল খুরশেদমোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা নূরুল আওয়ালের সভাপতিত্বে ও দূর্নীতি দমন কমিশন সমন্বিত রাজশাহী কার্যালয়ের সহযোগিতায় এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় “প্রাতিষ্ঠানিক নজরদারি দূর্নীতিি প্রেিরাধে প্রধান ভূমিকা রাখতে পারে”-শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে উপজেলা স্কুল বনাম সোনাইচন্ডি উচ্চ বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক(কলেজ) পর্যায়ে রাজবাড়ি কলেজ বনাম মির্জাপুর কলেজের বিতার্কিকদের মধ্যে তুমুল বিতর্ক অনুষ্ঠিত হয়। পাঁচজন বিচারক প্যানেলের গড় প্রাপ্ত নম্বরে মাধ্যমিক পর্যায়ে উপজেলা স্কুল ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে রাজবাড়ি কলেজ চ্যাম্পিয়ন হয়। মাধ্যমিক পর্যায়ে উপজেলা স্কুলের সোলাইমান রহমান ও উচ্চ মাধ্যমিক(কলেজ) পর্যায়ে রাজবাড় কলেজের মিক্ষার্থী হাবিবা আশরাফি শ্রেষ্ঠ্য বিতার্কিক বিবেচিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভূমি) সবুজ হাসান সরকার, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল থানার অফিসার ইনচজার্জ তারেকুর রহমান সরকার, উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাম্মে¥ল হক মন্টু। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, রাজবাড়ি কলেজের আইসিটি প্রভাষক হুমায়ুন কবির আজম, অবসরপ্রাপ্ত শিক্ষক ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব সাইদুর রহমান, নাচোল খ.ম.সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, সোনাইচন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম ও পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাইরুল ইসলাম ।

১৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS