শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জ¦ালানী তেল,সারসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নাচোলে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

জ¦ালানী তেল,সারসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নাচোলে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

 ইব্রাহীম, স্টাফ রিপোর্টার : জ¦ালানী তেল,রাসায়নিক সার ও গণপরিবহণের ভাড়াসহ নিত্যপণ্যের অসহনীয় মূল্যবৃদ্ধি ও ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম’র হত্যার প্রতিবাদে নাচোল উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৩টায় জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভকেট মাইনুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির যুগ্ন-মহাসচিব হারুনুর রশিদ। প্রধান বক্তা ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আলহাজ¦ আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান, সাধারণ সম্পাদক দুরুল হোদা, সাংগঠনিক সম্পাদক প্রভাষক নূর কামাল, উপজেলা যুবদলের আহŸায়ক প্রভাষক আশিক মাহমুদ, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারেক আহম্মেদ, ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, নাচোল ইউনিয়ন বিএনপির সভাপতি শওকত আলী, বিএনপি নেতা ও নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নেজামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তসলিম মেম্বার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হামিদুর রহমান মুকুলসহ বিএনপি ও এর অংগসংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

২৯৪ বার ভিউ হয়েছে
0Shares