সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাচোলে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন

নাচোলে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোর্টার : আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসনের সার্বক্ষনিক নজরদারিতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজায় মন্দিরে মন্দিরে পণ্যার্থীদের দর্শণ ও ভক্তির মধ্যদিয়ে উপজেলার ১২টি পুজা মন্ডপে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উপজেলার কোথাও কোন প্রকার অপৃতিকর ঘটনা ঘটেনি।

উপজলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন জানান, উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে সবরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করা হয়। সার্বক্ষনিক নিরাপত্তার জন্য ইউনিয়ন পরিষদ থেকে গ্রামপুলিশ, আনসার-ভিডিপি ও পুলিশের পাহারা ও প্রতিটি মন্দির কমিটির পক্ষ থেকে নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয় এবং প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করা হয়। এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক প্রতিটি মন্দিরে তাদের নিজস্ব নিরাপত্তা নিশ্চিতের জন্য সিসি ক্যামেরা স্থাপনসহ নিজস্ব স্বেচ্ছাসেবক, ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ ও বিসর্জনের শেষ সময় পর্যন্ত কোনরকম বিশৃংখলা বা অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে থানাপুলিশের পক্ষ থেকে সার্বক্ষনিক মনিটরিং করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, ভাইসচেয়ারম্যান মশিউর রহমান বাবু ও জান্নাতুন নাইম মুন্নী এবং নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান ১২টি পুজা মন্ডপ পরিদর্শণ করেছেন।

৩৮৩ বার ভিউ হয়েছে
0Shares