শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নেত্রকোনার পূর্বধলায় পিক-আপের ধাক্কায় মোটর সাইকেল চালকের মৃত্যু

নেত্রকোনার পূর্বধলায় পিক-আপের ধাক্কায় মোটর সাইকেল চালকের মৃত্যু

এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা : নেত্রকোনার পূর্বধলায় পিক-আপের ধাক্কায় আব্দুল মোতালেব শেখ (৪৫) নামের এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (১৫ জানুয়ারী) বিকেলে ৪টার দিকে পূর্বধলা-নেত্রকোনা সড়কের সিন্দুরাটিয়া নামক স্থানে।

নিহত মোতালেব শেখ পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের সিন্দুরাটিয়া গ্রামের মোহর উদ্দিন শেখের ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল মোতালেব শেখ সোমবার বিকেলে নিজ বাড়ি সিন্দুরাটিয়া থেকে মোটর সাইকেল যোগে নারায়ণডহর বাজারের উদ্দ্যেশে রওনা দেয়। মোটর সাইকেলটি সিন্দুরাটিয়া গ্রামের রাস্তা থেকে পূর্বধলা-নেত্রকোনা সড়কে উঠার সময় পূর্বধলা থেকে নেত্রকোনাগামী একটি পিক-আপ মোটর সাইকেলটিকে প্রচন্ড ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক মোতালেবের মৃত্যু হয়।

এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলামের সাথে সন্ধ্যার পর কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালকসহ পিক-আপটি আটক করা হয়েছে। নিহত ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

৪১ বার ভিউ হয়েছে
0Shares