শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
<span class="entry-title-primary">১০ দফা বাস্তবায়ন ও গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তির দাবীতে</span> <span class="entry-subtitle">নেত্রকোনায় জেলা বিএনপির গণমিছিল</span>

১০ দফা বাস্তবায়ন ও গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তির দাবীতে নেত্রকোনায় জেলা বিএনপির গণমিছিল

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা : কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ, ১০ দফা বাস্তবায়ন এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস, সিঃ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের মুক্তির দাবীতে নেত্রকোনায় বিএনপির গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ৯টার দিকে জেলা শহরের সার্কিট হাউজের সামনে থেকে নেত্রকোনা জেলা বিএনপি নেতাকর্মীরা এই গণ মিছিল বের করে। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুরপাড় পুলিশ লাইন মোড়ে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, সদস্য ফরিদ আহম্মেদ ফকির, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, সহ-সভাপতি শরীফুজ্জামান ফকির, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা তাতীদলের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ লেলিন, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খোকন, জেলা মৎস্য দলের সদস্য সচিব মোঃ ইদ্রিস আলী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সারোয়ার আলম এলিন, শামছুল হুদা শামীম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমল, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ তোফায়েল মীর, সৈয়দ রাজীব, সদর উপজেলা যুবদলের সভাপতি ফারুক আহমেদ, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের সম্পাদক শ্যামল ভৌমিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

১৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS