সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মধুখালীতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা

মধুখালীতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধ ২৬ ডিসেম্বর মঙ্গলবার ২০২৩খ্রিঃ ফরিদপুরের মধুখালীতে মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাসদী নবী সংঘের আয়োজনে ১৬ দলীয় বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

২৫ডিসেম্বর সোমবার রাতে ব্যাসদী রাশিদা নবী উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাসদী নবী সংঘের সভাপতি ও ব্যাসদী রাশিদা নবী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাহেদুন নবী মনির সভাপতিত্বে উদ্বোধনী খেলায় বক্তব্য রাখেন মধুখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান হেলাল,ব্যাসদী রাশিদা নবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তারিকুল ইসলাম,ব্যাসদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জিয়াউর রহমান জুয়েল,নবী সংঘের সাধারন সম্পাদক মোঃ আসাদুর রহমান ফুয়াদ,মোঃ হাকিম শেখসহ প্রমুখ। খেলা সার্বিক সহযোগিতায় রুদ্র মোহাম্মাদ আফাজউদ্দিন, মোঃ পারভেজ, সাজিদ, সোহাগ, রনি,সাগর ও মুন্না। ২৫ ডিসেম্বর সোমবার রাতে দ্বিতীয় পর্বে ৪টি দলের মধ্যে সেকেন্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশ গ্রহন কারী দল গুলি হলো উপজেলার নওপাড়ার রাকিব সংঘ,উপজেলার রায়পুর ইউনিয়নের জগন্নাথদি একাদশ,মাগুরা জেলার মহাম্মাদপুর উপজেলার মহাম্মাদপুর ব্যাডমিন্টন একাডেমি ও মধুখালী পৌর সভার ২নম্বর ওয়ার্ড। সেকেন্ড ফাইনাল খেলায় ২/১ সেটে রাকিব সংঘ জগন্নাথদীকে পরাজিত করে এবং পৌরসভা ২/০ সেটে মহম্মাদপুরকে পরাজিত করে ফাইনালে উঠে। একই ভেনুতে রাত সাড়ে ৯টায় পৌরসভার ২ নং ওয়ার্ড বনাম রাকিব সংঘের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় । ফাইনাল খেলায় মধুখালী পৌর সভার ২ নং ওয়ার্ড ২/০ সেটে রাকিব সংঘকে পরজিত করে চ্যাম্পিয়ন হয়। শীতের ঠান্ডা উপেক্ষা করে শত শত ক্রিড়া প্রেমী খেলা উপভোগ করেন। অনুষ্ঠানের অতিথিগণ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

১৭ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS