বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মধুখালীতে ফার্ণিচার ব্যবসায়ীর স্বপ্ন আগুনে পুড়ে ছাই

মধুখালীতে ফার্ণিচার ব্যবসায়ীর স্বপ্ন আগুনে পুড়ে ছাই

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি ১৪ জুন বুধবারঃ ফরিদপুরের মধুখালী পৌর সদরের এক ফার্ণিচার ব্যবসায়ীর স্বপ্ন গভীর রাতে আগুনে পুড়ে ছাই হযে গেছে।

সোমবার গভীর রাত আড়াইটার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ওই ফার্ণিচার ব্যবসায়ীর চার লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। ক্ষতিগ্রস্থ ওই ব্যবসায়ীর বাড়ি মধুখালী পৌরসভার ৯নং ওয়ার্ড মেছড়দিয়া গ্রামে। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই ফার্ণিচারের কারখানার অংশ পুড়ে ছাই হয়ে যায়। এতে কারখানায় থাকা কাঠ, তেরি করা আসবাবপত্র সম্পন্ন পুড়ে যায়।

ফার্ণিচার ব্যবসায়ী মো. হারুনর রশিদ মৃধা জানান, সোমাবর রাত আড়াইটার দিকে আমাকে জানানো হয় ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন বনমালি দিয়া এলাকায় অবস্থিত আমার ফার্ণিচারের দোকানে আগুন লেগেছে। আমি ঘটনাস্থলে আসার আগেই আমার ফার্ণিচারের দোকানের আসবাবপত্র তৈরির কারখানার অংশ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দোকানের আংশিক অংশ বাঁচাতে পারলেও আমার স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আমি ক্ষুদ্র ব্যবসায়ী এখন আমার কোন গতি রইল না। তিনি আরো জানান কিভাবে আগুনের সূত্রপাত আমি বুঝতে পারছিনা।

৮৬ বার ভিউ হয়েছে
0Shares