রবিবার- ৩০শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৬ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মধুখালীতে নির্বাচিত হলেন মুরাদ,কালু ও মিনা 

মধুখালীতে নির্বাচিত হলেন মুরাদ,কালু ও মিনা 

শাহজাহান হেলাল,ফরিদপুর জেলা প্রতিনিধি ৯ এপ্রিল ২০২৪খ্রি. বৃহস্পতিবারঃ ফরিদপুরের মধুখালীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের  প্রথম ধাপের অনুষ্ঠিত ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ,ভাইস চয়োরম্যান মহসিন বিশ্বাস কালু ও  ভাইস চেয়ারম্যান  মহিলা মোরশেদা আক্তার মিনা।

বুধবার (৮ মে) উপজেলার ৭৯টি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রাত পৌনে ৯টায় উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার নির্বাচনের ফলাফল বেসরকারি ভাবে উপজেলা পরিরষদ মিলনায়তনে নির্বাচনী কন্ট্রোল রুমে উপজেলা পরিষদ নির্বাচন বিজয়ী ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মো.মনজুরুল আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক,সিনিয়র সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল মো. মিজানুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিরাজ হোসেন ।  উপজেলা পরিষদ নির্বানে  বিজয়ী  ঘোষনা  করা হয়েচে  উপজেলা চেয়ারম্যান হিসেবেে উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ দোয়াত-কলম প্রতীক নিয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উপজেলা চেয়ারম্যান পদে মোহাম্মদ মুরাদুজ্জামান দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ৩৩৬ ভোট তার নিকটতম  প্রতিদ্বন্দ্বী মির্জা আহসানুজ্জামান আজাউল ঘোড়া প্রতীকে  পেয়েছেন মোট ১৮  হাজার ৩৩৪ ভোট। বর্তমান উপজেলা চেয়ারম্যান হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৬২৩ ভোট, মাহমুদা বেগম আনারস প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৫২ ভোট এবং আবু সাঈদ মিয়া মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬৫৪ ভোট। এ ছাড়াও এ উপজেলায় ভাইস চেয়ারম্যান হিসেবে লড়ছেন ৩ জন প্রার্থী। মোহাম্মদ মহসিন বিশ্বাস কালু  চশমা প্রতীকে ৪৫ হাজার ১৮৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে মোহাম্মদ শাহিদুল ইসলাম তালা প্রতীকে ২৪ হাজার ৫২৩ ভোট এবং মো: আবুল কাশেম টিউবয়েল প্রতীকে ৫ হাজার ৬২১ ভোট পেয়েছেন । বেসরকারী ভাবে মহসিন বিশ্বাস কালু নির্বাচিত।মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার কলস প্রতীকে পেয়েছেন ৫১ হাজার ৯৩০ ভোট, ফুটবল প্রতীকে শুক্লা ভৌমিক পেয়েছেন ২২হাজার ৬২৬ ভোট। মোর্শেদা আক্তার মিনা বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। উপজেলা প্রশাসন, বিভিন্ন বিভাগের আইন-শৃঙ্খলা  রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বৈধ ভোটের সংখ্যা ৭৪ হাজার ৫৫৬,বাতিল বোটের সংখ্যা ৫ হাজার ৫৭৪,প্রদত্ত ভোটের সংখ্যা ৮০ হাজার  ১৩০ এবং প্রদত্ত ভোটের হার ৪৮.১৩ শতাংশ ।  সকাল ৮টা থেকে বিকেল ৪ পর্যন্ত বিরতীহীন ব্যালটে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

২৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS