সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্ব বসতি দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীতর‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

বিশ্ব বসতি দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীতর‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

২০ Views
পটুয়াখালী প্রতিনিধি।। বিশ্ব বসতি দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন ও গণপূর্ত আয়োজনে  এবং  ব্র্যাক আরবান ডভেলপমেন্ট প্রোগ্রাম’র সহযোগীতায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে সকাল ৯টায় জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এর নেতৃত্বে এক র‍্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে দিবসের প্রতিপাদ্য ” তরুনদের সম্পক্ত করি; উন্নত নগর গড়ি” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন স্থানীয় সরকার পটুয়াখালীর উপ-পরিচালক (উপসচিব) জুয়েল রানা। দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণপূর্ত বিভাগ পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম। বক্তব্য রাখেন মানবজমিন প্রতিনিধি জালাল আহমেদ,  ব্র্যারাক’র জেলা কো-অর্ডিনেটর মো. নেফাজ উদ্দিন,  প্রজেক্ট ম্যানেজার এস.কে মহিবুল্লাহ, আঞ্চলিক ম্যানেজার দেবাশিষ হালদার, শের-ই-বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী শেয়া।
বক্তারা বাসযোগ্য উন্নত বাংলাদেশসহ বিশ্ব গড়ে তোলার জন্য তরুনদেরসহ সকলকে সচেতন হওয়ার আহবান জানান। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুজ্জামান জানান, পটুয়াখালী জেলা শহর সকলের জন্য উন্নত, অধুনিক পরিবেশের বাসযোগ্য করার জন্য শহীদ মিনার এলাকায় অত্যাধুনিনক ১০ তলা বিশিস্ট ৮ টি বিল্ডিং সহ দৃষ্টিনন্দন বিভিন্ন স্থাপনা গড়ে তোলার জন্য প্রকল্প গ্রহন করা হয়েছে। #
Share This

COMMENTS