সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় বিজয়দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় বিজয়দিবস পালিত

মোঃ ইব্রাহীম, স্টাফরিপোটার-চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় বভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিজয়দিবস পালিত হয়েছে। আজ শনিবার সূর্যদয়ের সাথে সাথে নাচোল সরকারী কলেজ চত্বরে শহীদ মিনারে উপজেলা প্রশাসন ও পরিষদ, বীর মুক্তি যোদ্ধা, বিভিন্ন র্জানৈতিক দল এর অংগ সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, পুলিশ প্রশাসন ও সরকারী-বেসরকারী সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পসতবক অর্পণ এবং নাচোল থানায় পুলিশের পক্ষ থেকে ৩১বার তোপধ্বনি করা হয়। সকাল ৮টায় বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে পৃথক পৃথকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতীর জনক বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসন ও পরিষদ, বীর মুক্তি যোদ্ধা, বিভিন্ন র্জানৈতিক দল ও এর অংগ সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান,পুলিশ প্রশাসন, সরকারী-বেসরকারী সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পসতবক অর্পণ করা হয়। সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার নীলুফ সরকারের সভাপতিত্বে জাতীয় পতকা উত্তোলন, শান্তির পাইরা উড়িয়ে দিবসের অন্যান্য কর্মসূচির উদ্বোধন করা হয়। মাঠে পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউটস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাদন গ্রহণ করেন উপজেলা নির্ভাহী অফিসার নীলুফা সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের ও নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার। পরে ওই মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শীত হয়। বেলা ১১টায় উপজেলা মিনি কনফারেন্স রুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা প্রদান এবং বিকেল ৩টায় মাঠে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ ও শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

২৫ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS