সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাচোলে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

নাচোলে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোর্টার-স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দেশের জনসাধারণের জন্য ভূমি সংক্রান্ত সকল সেবা সহজলভ্য করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা ভূমি অফিসের আয়োজনে সপ্তাহব্যাপি ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ভূমি মন্ত্রনালয়ের নির্দেশে আজ সোমবার সকাল ১০টায় সারা দেশের ন্যায় নাচোল উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমিসেবা সপ্তাহ/২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মিথিলা দাস। এসময় উপস্থিত ছিলেন, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের কানুনগো এরফান আলী, নাজির হিমেল, নাচোল সদর ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী আব্দুর রাজ্জাক, অফিস সহকারী ময়না খাতুনসহ উপজেলা ও সদর ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীবৃন্দ। সহকারী কমিশনার(ভূমি) মিথিলা দাস জানান, অফিস চত্বরে ২টি বুথের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জনসাধারণকে ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত ই-নামজারী, মিসকেস, ভূমি উন্নয়ন করের অনলাইন চেক প্রদানসহ ভূমি সংক্রান্তসেবা প্রদান করা হবে। অন্যদিকে উপজেলার চারটি ইউনিয়ন ভূমি অফিসে এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

২২৬ বার ভিউ হয়েছে
0Shares