শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নেত্রকোনায় ডিবি পুলিশের অভিযান গাঁজা সহ এক মাদক ব্যাবসায়ী আটক

নেত্রকোনায় ডিবি পুলিশের অভিযান গাঁজা সহ এক মাদক ব্যাবসায়ী আটক

এ কে  এম  আব্দুল্লাহ, নেত্রকোনাঃ  নেত্রকোনা জেলা গোয়েন্দা (ডিবি)  পুলিশ পূর্বধলা উপজেলার নৈগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৮ শত গ্রাম গাজাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।
নেত্রকোনা জেলা গোয়েন্দা (ডিবি ) পুলিশ (পশ্চিম ) এর অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহনূর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা ডিবি পুলিশের একটি টিম সোমবার সন্ধ্যায় পূর্বধলা উপজেলার নৈগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৮০০ (আটশত) গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে।
আটককৃত মাদক ব্যাবসায়ী হচ্ছে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার নৈগাঁও গ্রামের মৃত রহম আলীর পুত্র মোঃ আবু বক্কর ছিদ্দিক(৪৫)।
আটককৃত মাদক ব্যাবসায়ী আবু বক্কর ছিদ্দিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
১৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS