বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি: ‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।

বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মো. আরিফুল ইসলামের এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার,উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ^াস,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ শফিকুল ইসলাম শফিক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার,স্থানীয় সাংসদের প্রতিনিধি বিপ্লব মজুমদার,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল কাদির, সহকারী কর্মকর্তা পারভেজ হাসান,একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন,উপজেলা প্রেসক্লাব সম্পাদক জামাল তালুকদার প্রমূখ। আলোচনা শেষে যুবকদের মাঝে গাছের চারা ও ২ মাস মেয়াদী (টেকাব) বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়।

২৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS