শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
শহীদ বুদ্ধিজীবী দিবসে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের শ্রদ্ধাঞ্জলি

শহীদ বুদ্ধিজীবী দিবসে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের শ্রদ্ধাঞ্জলি

হাফিজুল ইসলাম লস্কর, সিলেটঃ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেট মহানগরীর চৌহট্টায় সকাল ১০টায় শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার সভাপতি রুহুল ইসলাম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, দেশ স্বাধীনতা লাভের ৫২ বছরেও সকল শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি। তাদের কবর স্থান যথাযথ ভাবে সংরক্ষণ করা হয়নি। জাতির এসব মেধাবী সন্তানদের মূল্যায়ন করা সবার দায়িত্ব। সেজন্য শহীদ বুদ্ধিজীবীদের চেতনায় দেশকে এগিয়ে নিতে সকল সচেতন মহলের প্রতি আহবান জানানো হয়।
সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক ডাঃ আক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম মন্ডল, অর্থ সম্পাদক কবি কামাল আহমদ, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক লেখক মনজুর মোহাম্মদ, দপ্তর সম্পাদক শহীদ আহমদ খান সাবের, উপ-দপ্তর সম্পাদক মোঃ সেলিম আহমদ, কার্যনির্বাহী সদস্য নুরুল আমিন খান, জয়দীপ চক্রবর্ত্তী প্রমুখ। শেষে জাতির মেধাবী শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবী স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS