মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ফুলবাড়ীতে বিদ্যুৎ অফিসের অনুমোতি ছাড়াই মিটার খুললেন মিটার রিডার

ফুলবাড়ীতে বিদ্যুৎ অফিসের অনুমোতি ছাড়াই মিটার খুললেন মিটার রিডার

দিনাজপুর প্রতিনিধি ; দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির ডাঙ্গা গ্রামে বিদ্যুৎ অফিসের অনুমোতি ছাড়ায় মিটার সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। প্রতক্ষ্য দর্শী শাহেদ ইসলাম এর অভিযোগে জানা যায়, গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টায় ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির ০৭নং ওয়ার্ড ডাঙ্গা গ্রামে মৃত আজিজুল রহমান এর পুত্র মোঃ মাজেদুর রহমান এর বাড়ীতে একটি অবৈধ্য মিটার লাগানো ছিল। যাহার মিটার নং-৪৭০৯৯২, কোম্পানি এফজিএফ যাহাতে চলতি ইউনিট ছিল ৫১৯.৬২, মিটারের গায়ে আর.এন.জি ২৪০৯৪১৬ সরকারি সীল ও লাগানো ছিল। প্রত্যক্ষদর্শী শাহেদ ইসলাম আরও জানান, বে-সরকারি পাবলিক লাইনম্যান হাসিবুল ও কোরবান কে তড়িঘড়ি করে মিটারের লাইন কাটতে দেখি। আমার সন্দেহ হলে তাদের পিছু নেই। এক পর্যায়ে তাদের সামনাসামনি হয়ে জিজ্ঞাস করি মিটার কেন খুলেছেন? এবং সরকারি সীল কাটার অনুমতি আপনাদের কে দিল? উত্তরে হাসিবুল বলেন, অস্থায়ীভিত্তি পিছরেট মিটার রিডার আল ফয়সাল এর নির্দেশে মিটার এবং সীল খুলেছি। এ বিষয়ে হাসিবুল ইসলাম এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, আল ফয়সাল স্ব-শরীরে উস্থিত থেকে আমাদের কে মিটার খোলার নির্দেশ দেন। মিটার খোলার পর নেসকো কোম্পানির সীল খুলে ফেলতে বলেন। এ বিষয়ে ফুলবাড়ী নেসকো সহ আবাসিক প্রকৌশলী আকতারুজ্জামন এর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, বিষয়টি অবগত হয়েছি, মিটার এবং সরকারি সীল বিদ্যুৎ অফিসের অনুমতি ছাড়া কেউ খোলার অধিকার রাখেনা। সরেজমিনে গিয়ে দেখা যায় যেখান থেকে মিটার টি সরানো হয়ে তার পার্শ্বেই একটি এনালগ মিটার চলছে। সরকারী নিষেধ থাকলেও কোন খুটির জোরে চালাচ্ছে ঐ এনালগ মিটার? নেসকো কোম্পানি হারাচ্ছে রাজস্ব। আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে এখানকার মিটার রিডাররা। এ বিষয়ে মিটার রিডার আল-ফয়সাল এর সঙ্গে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। পরে বারবার ফোন দিলেও ফোন কলটি রিসিভ করেননি। এ বিষয়ে উর্দ্ধতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে ফুলবাড়ী নেসকো কোম্পানীর আবাসিক প্রকৌশলী উজ্জ্বল আলীর সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগ করেও তার কোন মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

২৬৪ বার ভিউ হয়েছে
0Shares