সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তাড়াশে বিএনপি’র ১২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলাঃ গ্রেফতার-৫

তাড়াশে বিএনপি’র ১২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলাঃ গ্রেফতার-৫

সিরাজগঞ্জ প্রতিনিধি :  সিরাজগঞ্জের তাড়াশে বিএনপির   অজ্ঞাত ১২০ নেতাকর্মীর নামে মামালা দায়ের হয়েছে। এ মামলায় বিএনপির  ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে তাড়াশ  থানা পুলিশ। মঙ্গলবার  রাতে  তালম ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজ্জামেল হক মজনু বাদী হয়ে  মামলাটি দায়ের  করেন।
গ্রেফতারকৃতরা হলেন,তালম ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরাব হোসেন,তালম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব দিদার হোসেন, তাড়াশ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব আহম্মেদ মাসুম, বারুহাস ইউনিয়নের পলাশী ওয়ার্ড বিএনপির সভাপতি মোক্তার হোসেন ও মাধাইনগর ইউনিয়নের সরাপপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।  তাড়াশ থানার অফিসার ইনচার্জ(ওসি) শহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বিএনপির নেতা কর্মীরা উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের লাউতা চার মাথা আকবর আলী বাজার এলাকায় ককটেল বিস্ফোরন ঘটিয়ে পালিয়ে যান। এ ঘটনায় তালম ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজ্জামেল হক মজনু বাদী হয়ে অজ্ঞাত ১২০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। পরে ওই মামলার সুত্রধরে থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ৫ নেতাকে গ্রেফতার করা হয়েছে। এদিকে  এ অভিযোগ অস্বীকার করে তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি সরদার আফছার আলী,সাধারণ সম্পাদক প্রভাষক আমিনুর রহমান টুটুল বলেন, আওয়ামী লীগ তাদের নেতাকর্মীদের দিয়ে এসব ঘটনা ঘটাচ্ছে এবং সে দায়ভার আমাদের ওপর চাপাতে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে এবং দায়েরকৃত সেই হয়রানীমুলক মামলায় আমাদের এই ৫ নেতাকে গ্রেফতার করা হয়েছে।   তাড়াশ উপজেলা বিএনপির সাংগঠনিক টিমের প্রধান ও জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস বলেন,রাজশাহী বিভাগীয় গণসমাবেশকে বাঁধাগ্রস্ত  করতে ও চলমান আন্দোলনকে ব্যাহত করতে সুপরিকল্পিতভাবে আওয়ামী লীগ মামলাটি দায়ের করেছে এবং আমার সাংগঠনিক টিমের আওতাধীন তাড়াশ উপজেলার বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে বিএনপির  ৫ জন নেতাকে গ্রেফতার করেছে। কিন্তু মামলা দিয়ে ও গ্রেফতার করে কখনোই  রাজশাহী বিভাগীয় গণসমাবেশের জনস্রোত ঠেকানো যাবেনা। আমি এ গ্রেফতারের তীব্র নিন্দাসহ তাদের মুক্তির দাবী জানাচ্ছি।  সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ,সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করে তাদের নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন।
২০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS