শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
রংপুরে আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস পালিত

রংপুরে আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ প্রচার অভিযান পক্ষ উপলক্ষে রংপুরে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর আয়োজনে বিভিন্ন সচেতনতা মুলক কর্মসুচি গ্রহন করা হয়। উক্ত কর্মসূচির অংশ হিসেবে রংপুরে আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়।
দিবসটি উপলক্ষে গতকাল বুধবার (৭ই ডিসেম্বর) নগরীর লায়ন্স স্কুল এন্ড কলেজ চত্তরে বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী ও কমিউনিটির শিক্ষার্থীদের অংশগ্রহনে পালিত হয় আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস। এ সময় বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয় ও ও কমিউনিটির শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় চিত্রাংকন ও ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় “অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে রূপান্তরমূলক সমাধান: সকলের জন্য সমতার বিশ্ব বিনির্মাণে উদ্ধাবনের ভুমিক” শীর্ষক আলোচনা সভা ও প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
লায়ন্স স্কুল এন্ড কলেজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রায়হান শরিফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র প্রকল্পের জেলা প্রতিনিধি এ.কে.এম জাহিদুল ইসলাম, জেন্ডার জাস্টিস ডাইভার্সিটি প্রকল্পের আঞ্চলিক পরিচালক ইশরাত জাহান ঈশিতা ও রংপর ইউডিপির রিজিওনাল কো-অর্ডিনেটর অপুর্ব সাহা, মুসলিম এইড ইনস্টিটিউট অফ টেকনোলজির (মিট) এর অধ্যক্ষ নুরজাহান ও প্রতিবন্ধী ও অটিষ্ট্রিক বিদ্যালয়ের অধ্যক্ষ কৃষ্ণনা ভৌমিক। অনূষ্ঠানে ব্রাক এর বিভিন্ন কর্মকর্তা, কমিউনিটির নেত্রীবৃন্দ ও শিক্ষার্থীসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে আন্তর্জাতিক নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ প্রচার অভিযান পক্ষ উপলক্ষে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বও পর্যন্ত গৃহীত কর্মসূচির মধ্যে গত ২৫ নভেম্বর মহিলা বিষয় অধিদপ্তরের এর সহযোগিতায় মানববন্ধন ও র‌্যালিতে অংশ গ্রহন, ৪ঠা ডিসেম্বর গণ-নাটক,  ৫ই ডিসেম্বর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ডিবেট ফোরাম এর আয়োজনে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রীতি বিতর্ক প্রতিযোগিতা, ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ৭ই ডিসেম্বর লায়ন্স স্কুল এন্ড কলেজে প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ও বিভিন্ন কমিউনিটি থেকে আসা শিশুদের চিত্রাংকন  ও ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
৪৮ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS