বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদেরকে নির্বাচিত করার লক্ষ্যে  যৌথ সভা অনুষ্ঠিত

জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদেরকে নির্বাচিত করার লক্ষ্যে  যৌথ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ রংপুর-৩ সদর আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদেরকে নির্বাচিত করার লক্ষ্যে জাতীয় পার্টি রংপুর মহানগর, সদর উপজেলা এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের সমন্বয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর জেলার আহবায়ক, মহানগর সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসীরের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সদস্য সচিব আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক ভিপি আলা উদ্দিন মিয়া, জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগর সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, জাহেদুল ইসলাম, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সহ-অর্থ সম্পাদক এ্যাড. মোঃ আবু তৈয়ব, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যূগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ শাফিউর রহমান শাফি, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আজমল হোসেন লেবু, সদস্য আব্দুর রহিম বাবলু, সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ মাসুদ নবী মুন্না, সদস্য সচিব ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ মাসুদার রহমান মিলন, জাতীয় যুব সংহতি রংপুর জেলার সভাপতি মোঃ হাসানুজ্জামান নাজিম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম,
জাতীয় যুব সংহতি রংপুর মহানগর সভাপতি মোঃ শাহিন হোসেন জাকির, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, জাতীয় মহিলা পার্টি রংপুর জেলার সভাপতি মোছাঃ নাহিদ ইয়াসমিন, জাতীয় শ্রমিক পার্টি রংপুর মহানগর সভাপতি মোঃ রাজু আহমেদ রাজু, সাধারণ সম্পাদক মোঃ মজাহারুল ইসলাম মন্টু, রংপুর হকার্স সমিতির সভাপতি হুমায়ুন কবীর মিঠুসহ সদর উপজেলার ৫টি ইউনিয়ন ও রংপুর মহানগরের ৩৩টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
সভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ সদর আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদেরকে নির্বাচিত করার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
৩৩ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS