বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কুড়িগ্রামে বৃষ্টিতে ভিজে বিএনপির ঝটিকা মিছিল

কুড়িগ্রামে বৃষ্টিতে ভিজে বিএনপির ঝটিকা মিছিল

সাইয়েদ বাবু,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি- সরকারের পদত্যাগ, তপসিল বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে এবং খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপি ঘোষিত ১০ম দফা অবরোধের সমর্থনে দ্বিতীয় দিনে কুড়িগ্রামে বৃষ্টিতে ভিজে ঝটিকা মিছিল করেছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কেন্দ্রীয় মসজিদের সামন থেকে বের হয়ে কালীবাড়ি সংলগ্ন নছর উদ্দিন মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। এ সময় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।

এ সময় উপস্থিত ছিলেন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবার রহমান,জেলা বিএনপির দপ্তর সম্পাদক আশরাফুল হক রুবেল,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ আল আরমান,কৃষক দলের যুগ্ন আহ্বায়ক মহিবুল হুদা রবিন,সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

১৩৯ বার ভিউ হয়েছে
0Shares