শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পার্বতীপুরে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

পার্বতীপুরে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

১০০ Views

দিনাজপুরের পার্বতীপুরে ১৭ই ফেব্রুয়ারি(সোমবার)সকাল সাড়ে ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ চত্বরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়।উদ্বোধন শেষে একটি রেলি অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার(ভূমি)খালেদ মনসুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করেন।
মেলার উদ্বোধনী সভার আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাজেদুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা যথাক্রমে লুৎফুন নাহার ও মোহাম্মদ আলী রুবেল।

এ সময় উপস্থিত ছিলেন দশটি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক কৃষাণীগণ,বিভিন্ন প্রিন্ট,ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমের সংবাদ কর্মীবৃন্দ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা আবু সুফিয়ান।

Share This