শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

বাগমারার স্থানীয় সাংবাদিকদের সাথে এমপি এনামুল হকের মত বিনিময়

নাজিম হাসান,রাজশাহী থেকে:রাজশাহী-৪ বাগমারা আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় বাগমারা প্রেসক্লাব, তাহেরপুর প্রেসক্লাব ও হাট-গাঙ্গোপাড়া প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সালেহা-ইমারত কোল্ড স্টোরে সাংবাদিকের সাথে মতবিনিময়কালে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, আমি আওয়ামীলীগের দলীয় সিদ্ধান্তের বাইরে কোন কাজ করবোনা। দল যেহেতু স্বতন্ত্র প্রার্থী হবার সুযোগ রেখেছে সেহেতু আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি চাই আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হোক। বাগমারার সাধারন ভোটাররা যেন কোন রকম ভয়ভীতি ছাড়াই ভোট কেন্দ্রে যেতে পারে সেই আশা করি। এ বিষয়ে সাংবাদিকদের দৃষ্টি রাখতে আহ্বান জানান ইঞ্জিনিয়ার এনামুল হক। সাংবাদিকদের সঙ্গে সাংসদের মত বিনিময়কালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল, সোনাডাঙ্গা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সাংসদের ব্যাক্তিগত সহকারী আতাউর রহমান প্রমূখ। উল্লেখ্য,পরপর তিন বার আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করলেও এবার তাকে নৌকা দেয়া হয়নি। নৌকা না পেলেও বাগমারার আপামর জনগণের ভালোবাসা আর সমর্থন নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিবেন তিনি।

৪১ বার ভিউ হয়েছে
0Shares