শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে দেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা ‘কালবেলা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।১৬ অক্টোবর (সোমবার)  সকাল ১১ ঘটিকায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
এর আগে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজের সভাপতিত্বে এবং কালবেলার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবুর সঞ্চালনায় বক্তৃতা উপস্থাপন করেন জেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলী, পৌর সভার মেয়র কাজিউল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, ডা.আমিনুল ইসলাম প্রমুখ।
এতো অল্প সময়ে কালবেলার পাঠকপ্রিয়তার ভূয়সী প্রশংসা করেন বক্তারা। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিকস-প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও রাজনৈতিক ব্যাক্তিত্বগণ।
১৯৬ বার ভিউ হয়েছে
0Shares