শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কলমাকান্দায় দুই ব্যবসায়ীকে অর্থদন্ড 

কলমাকান্দায় দুই ব্যবসায়ীকে অর্থদন্ড 

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় মধ্যবাজার এলাকায় রাস্তায় দোকান করে যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার কারণে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। রোববার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারি কমিশনার (ভূমি) মো. শহীদুল ইসলাম প্রত্যেককে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাঁচকাঠা এলাকায় সজীব আলীর ছেলে আল আমিন (২৮) ও কলমাকান্দা সদর ইউনিয়নের শালজান গ্রামের মৃত- ওয়ালেক মিয়ার ছেলে ওয়াজেদ আলী (৪৫)।
মো. শহীদুল ইসলাম বলেন, যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার কারণে ১৮৬০ এর ২৯১ ধারায় দুই ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
৫৩ বার ভিউ হয়েছে
0Shares