শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নেত্রকোনায় আবু আব্বাছ কলেজে নবীন বরণ পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নেত্রকোনায় আবু আব্বাছ কলেজে নবীন বরণ পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা : নেত্রকোনার ঐহিত্যবাহী বিদ্যাপিঠ আবু আব্বাছ কলেজে মঙ্গলবার দুপুরে নবীন বরণ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কলেজের গভর্ণিং বডির সভাপতি জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলামের সভাপতিত্বে কলেজের শিক্ষক নাজমুল হাসান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ মশিউর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ হাসিনা বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম কবীর, জেলা পরিষদের চেয়ারম্যান ৭৫-এর প্রতিরোধ যোদ্ধা এডভাকেট অসিত কুমার সরকার সজল, নেত্রকোনা পৌর মেয়র আলহাজ¦ নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান লিটন, নেত্রকোনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আতাউর রহমান মানিক, কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, গভর্ণিং বডির সদস্য এ কে এম নজরুল ইসলাম ফকির, বাংলার প্রভাষক আসাদ উল্লাহ, অনুষ্ঠান পরিচালনা পরিষদের সদস্য সচিব মোঃ নূরে আলম ফকির প্রমূখ।পরে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

১৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS