বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন

নাটোরে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন

ইসাহাক আলী, নাটোর, ০২ অক্টোবর-“চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় উৎপাদনশীলতা”-এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে উদযাপিত হচ্ছে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২২।

এ উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নাটোরের জেলা প্রশাসক শামিম আহমেদ।

জেলা প্রশাসনের আয়োজনে ও বিসিক নাটোরের সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন বিসিক নাটোরের উপ-পরিচালক দিলরুবা দিপ্তী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোহসিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, শিক্ষাবিদ অলক মৈত্র, সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন ব্যবসায়ি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন “শিল্পকে আধুনিকায়ন করতে পারলে, উৎপাদনশীলতা আরো বৃদ্ধি পাবে। সরকারি ভাবে কম সুদে সহজশর্তে যদি ঋন পায়, তবে উদ্যোক্তারা আরও উৎপাদন বৃদ্ধি করবে। দেশে শিল্প কারখানা স্থাপন হলে গেলে বেকার সমস্যা দূর হবে বলে আশা করেন।

৭২ বার ভিউ হয়েছে
0Shares