বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেলাই মেশিন, ঢেউটিন, শিক্ষা সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করেছে লোগাং জোন

সেলাই মেশিন, ঢেউটিন, শিক্ষা সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করেছে লোগাং জোন

প্রতিনিধি, পানছড়ি (খাগড়াছড়ি) : এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে এক জনকল্যাণমূলক কর্মসূচীর উদ্যোগ গ্রহন করে লোগাং জোন। উক্ত কর্মসূচীর আওতায় দায়িত্বপূর্ণ এলাকার কর্মহীন, অসহায়, হতদরিদ্র ও দু:স্থ জনসাধারণের পাশে সহযোগিতার হাত বাড়ায় (৩ বিজিবি) লোগাং জোন। যার মাঝে ছিল সেলাই মেশিন, ঢেউটিন, শিক্ষা সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান। ১৬’মে (মঙ্গলবার) সকাল দশটায় লোগাং জোন সদর দপ্তরে এসব সামগ্রী তুলে দেন লোগাং জোনের জোন কমান্ডার লে: কর্ণেল এ কে এম আরিফুল ইসলাম। জানা যায়, আবেদনের প্রেক্ষিতে সেলাই জানা দু:স্থ মহিলাদের সেলাই মেশিন, শিক্ষার্থীকে ফরম ফিলাপের টাকা, শিক্ষা সহায়ক সামগ্রী ক্রয়ের জন্য প্রাথমিক বিদ্যালয়কে নগদ অর্থ ও দু:স্থ পরিবারকে ঢেউটিন প্রদান করা হয়। শনখোলা এলাকার জয়া চাকমা, নিন্টুনি চাকমা, বয়োবৃদ্ধ চিকনবি চাকমা, সাবিনা ইয়াছমিন ও ছকিনা বেগম বিজিবির সহায়তা পেয়ে কৃতজ্ঞতার কথা জানান। এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

২৩ বার ভিউ হয়েছে
0Shares