বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
প্রধানমন্ত্রী অত্যাধুনিক পাসপোর্ট ও ইমিগ্রেশন সেবা প্রদানের ব্যবস্থা করেছেন নাটোরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

প্রধানমন্ত্রী অত্যাধুনিক পাসপোর্ট ও ইমিগ্রেশন সেবা প্রদানের ব্যবস্থা করেছেন নাটোরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

নাটোর প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন ‘বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে বাংলাদেশী নাগরিকদের অত্যাধুনিক ও প্রযুক্তি নির্ভর, নিরাপদ ও উন্নতমানের পাসপোর্ট ও ইমিগ্রেশন সেবা এবং বাংলাদেশে আগত বিদেশী নাগরিকদের জন্য উন্নত ভিসা সেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ গঠনের উদ্যোগ গ্রহন করা হয়। ধারাবাহিক পথ পরিক্রমায় দেশ এগিয়ে যাচ্ছে স্মার্ট বাংলাদেশের পথে। দক্ষিণ-পশ্চিম এশিয়াতে আমরাই প্রথম ই-পাসপোর্ট চালু করেছি। ইতোমধ্যে এক কোটি ১৬ লাখ ই-পাসপোর্ট প্রদান করা হয়েছে। এই পাসপোর্ট দ্রæততার সাথে প্রদানের ফলে জনসেবার গতি তরান্বিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নাটোর শহরের বড় হরিশপুর এলাকায় ৪ কোটি ১ লাখ টাকা ব্যয়ে ২৫ শতাংশ জমির ওপর আঞ্চলিক পাসপোর্ট অফিসের নবনির্মিত নিজস্ব ভবন উদ্বোধন কালে এসব কথা বলেন তিনি। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নূরুল আনোয়ারের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর ০২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের আব্দুল্লাহ আল মাসুদ, জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা, পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান সহ স্থানীয় নেতৃবৃন্দ ও পাসপোর্ট অফিসের কর্মকর্তাবৃন্দ। এর আগে তিনি পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধু গ্যালারি ও বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী শহরের কানাইখালী এলাকায় জেলা আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে যোগ দেন।

১৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS